সলমনকে বিয়ে করতে চান, খোলাখুলি জানালেন এই অভিনেত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Mar 2018 12:14 PM (IST)
1
2
তবে তাঁকে নজরে পড়ে সকলের।
3
বলিউডে তাঁর প্রথম ছবি সিং সাব দ্য গ্রেট। যদিও তা বিশেষ চলেনি।
4
তাঁর জন্ম ১৯৯৪-এ, উত্তরাখণ্ডে।
5
ঊর্বশী অবশ্য অল্প সময়েই তৈরি করেছেন নিজের পরিচিতি।
6
বলিউডে প্রতি বছর নাম লেখান অসংখ্য নতুন মুখ। কিন্তু খুব কমজনেই পারেন মানুষের মনে জায়গা করে নিতে।
7
ঊর্বশীর বয়স ২৪, সলমনের ৫২।
8
এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা জানিয়েছেন, তিনি সলমন খানের বিরাট ফ্যান। সম্ভব হলে তাঁকে বিয়ে করবেন তিনি।