ছবিতে দেখুন: ধোনির বায়োপিকে কোন্ চরিত্রে কে অভিনয় করেছেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Aug 2016 07:05 AM (IST)
1
ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত সিংহ রাজপুত। এই সেপ্টেম্বরেই মুক্তি পাবে ছবিটি। দেখে নিন এই ছবিতে কে কোন্ চরিত্রে অভিনয় করেছেন।
2
সুরেশ রায়নার ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার রামচরণ।
3
জাহির খানের চরিত্রে অভিনয় করবেন ‘বিগ বস ৮’-এর বিজেতা গৌতম গুলাতি।
4
যুবরাজ সিংহের ভূমিকায় দেখা যাবে হ্যারি টাংরিকে।
5
ধোনির স্ত্রী সাক্ষী সিংহ-র চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কাইরা আদবানী।
6
ধোনির বোনের চরিত্রে দেখা যাবে ভূমিকা চাওলাকে।
7
ধোনির বাবা পান সিংহর ভূমিকায় দেখা যাবে অনুপম খেরকে।
8
ধোনির প্রাক্তন প্রেমিকা প্রিয়ঙ্কা ঝা-এর ভূমিকায় অভিনয় করেছেন দিশা পাটনি