কেন বৃদ্ধশ্রমে কোহলি, জানুন..
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2016 05:35 PM (IST)
1
2
3
4
5
পুণে: সমাজ কল্যাণমূলক কাজের জন্য এবিআইএল ফাউন্ডেশনের সঙ্গে হাত মেলাল বিরাট কোহলি ফাউন্ডেশন। একসঙ্গে তাঁরা একটি বৃদ্ধশ্রমের কাজে সাহায়্য করবেন। ওই বৃদ্ধশ্রমের মোট সদস্য সংখ্যা ৫৭। তাঁদেরই সবার সঙ্গে সময় কাটালেন বিরাট। ওই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ড. অপর্ণা দেশমুখের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।