কলকাতায় ইসকনের রথের প্রস্তুতি
ওই সময় ময়দানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিদিন ভক্তদের জন্য প্রসাদ বিতরণ হবে।
১৪ তারিখ দুপুরে ময়দান থেকে শুরু হবে উল্টো রথের যাত্রা। জওহরলাল নেহরু রোড, এসপ্লানেড, এস এস ব্যানার্জি রোড, সিআইটি রোড, সুরাওয়ার্দি এভিনিউ, শেক্সপিয়র সরণী হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিটে শেষ হবে। --- ছবিগুলি তুলেছেন: সুশান্ত দাস
আইআইটি খড়্গপুরের পড়ুয়ারা মানসিক চাপ ও ধকল কমানোর বিভিন্ন টোটকা।
রুশ শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। বিশেষ নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন ডোনা গঙ্গোপাধ্যায়ের ট্রুপ।
সেখান থেকে মিন্টো পার্ক, সরৎ বসু রোড, হাজরা রোড, হাজরা ক্রসিং, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহরু রোড, আউটরাম রোড হয়ে যাত্রা শষ হবে কলকাতা ময়দানে।
কলকাতায় মিন্টো পার্কের নিকট আলবার্ট রোডে ইসকনের মন্দিরের উল্টোদিকে হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে শুরু হবে ইসকনের রথযাত্রা।
এবছর ইসকনের রথযাত্রা ৫০ বছরে পদার্পন করল।
বুধবার রথযাত্রার শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাত পোহালেই রথযাত্রা, কলকাতার ইসকনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রতি বছরের মতো এবছরও কলকাতায় রথযাত্রা উদযাপন করতে চলেছে ইসকন।
সেখানে আগামী ১৪ তারিখ পর্যন্ত থাকবেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -