কৃষ্ণা রাজ কপূরের প্রয়ানে শোকবিহ্বল করিনা কপূরকে সান্ত্বনা অমিতাভের
১৯৪৬-এ রাজ কপূরের সঙ্গে কৃষ্ণ মালহোত্রর বিয়ে হয়। তাঁদের পাঁচ সন্তান- রণধীর, ঋষি, রাজীব এবং রিতু ও সীমা। ছবি-মানব মঙ্গলানি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকৃষ্ণা রাজ কপূরের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। ছবি-মানব মঙ্গলানি
বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে সমগ্র পরিবার শোকগ্রস্ত বলে জানান রণধীর। ছবি-মানব মঙ্গলানি
কৃষ্ণা রাজ কপূরের ছেলে রণধীর কপূর মায়ের মৃত্যু সংবাদ জানান। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কৃষ্ণা রাজ কপূর। ছবি-মানব মঙ্গলানি
ঠাকুরমার প্রয়াণে শোকবিহ্বল করিনা। ছবি- ইনস্টাগ্রাম
বিগ বি-র আগে আসেন অনিল কপূর। তাঁর সঙ্গে সুনীতা কপূর, সঞ্জয় কপূরকেও তাঁর স্ত্রীকে নিয়ে আসতে দেখা যায়। ছবি-মানব মঙ্গলানি
গাড়ি থেকে নেমেই বিগ বিকে করিনা কপূরকে সান্ত্বনা জানাতে দেখা যায়। ছবি-মানব মঙ্গলানি
আজ ভোরে মৃত্যু হয় কৃষ্ণা রাজ কপূরের। এরপরই তাঁকে অন্তিম শ্রদ্ধা জানাতে আসেন পরিবার সহ বলিউডের বিশিষ্ট ব্যক্তিরা। বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন এই শোকের সময়ে কপূর পরিবারকে সান্ত্বনা দিতে আসেন। ছবি-মানব মঙ্গলানি
বলিউডের শো ম্যান হিসেবে পরিচিত রাজ কপূর ১৯৮৮-তে চিরবিদায় নিয়েছেন। তাঁর মৃত্যুর প্রায় ৩০ বছর পর প্রয়াত হলেন তাঁর স্ত্রী কৃষ্ণা রাজ কপূর। ছবি-মানব মঙ্গলানি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -