সর্বকালের সেরা দলে কেন নেই সচিন, ব্যাখ্যা দিলেন সঙ্গাকারা
সঙ্গার সর্বকালের সেরা দল- ম্যাথু হেডেন, রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারা, রিকি পন্টিং, অরবিন্দ ডি সিলভা (অধিনায়ক), জ্যাক কালিস, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরন, ওয়াসিম আক্রম ও চামিন্ডা ভ্যাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসঙ্গা দলে তাঁর সহ খেলোয়াড় তথা অন্যতম সেরা ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনেকেও রাখেননি। এ বিষয়ে সঙ্গা বলেছেন, আমি ও মাহেলা-দুজনেই মনে করি, এই পজিশনে সেরা অরবিন্দ ডি সিলভা।
সঙ্গা তাঁর সর্বকালের সেরা দলে রেখেছেন ভারতের রাহুল দ্রাবিড়কে।
এবার সচিনকে দলের বাইরে রাখা সংক্রান্ত সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন সঙ্গা। তিনি বলেছেন, শুধু সচিন তো নয়, বীরেন্দ্র সহবাগও মহান ক্রিকেটার। এমনটা হতেই পারে যে, ভবিষ্যতে বিরাট কোহলি এই দুজনকেও ছাপিয়ে যেতে পারে। কিন্তু সবাইকেই তো দলে জায়গা দেওয়া যায় না। কারণ, তাঁকে সেরা ১১ জন বেছে নিতে হয়েছে।
এই কারণে সোশ্যাল মিডিয়ায় বিরুদ্ধ সমালোচনার মুখে পড়তে হয়েছে সঙ্গাকে।
সঙ্গার সেরা একাদশে নেই সচিন তেন্ডুলকর। সর্বকালের সেরা দলের তালিকায় সচিন না থাকায় অনেকেই বিস্মিত।
লর্ডস গ্রাউন্ডের উদ্যোগে বিশ্বের প্রখ্যাত ক্রিকেটাররা এখন তাঁদের সর্বকালের সেরা দল বাছাই করছেন। শ্রীলঙ্কার প্রাক্তন তারকা ব্যাটসম্যান তথা উইকেটরক্ষক কুমার সঙ্গাকারাও লর্ডস গ্রাউন্ডের ট্যুইটার পেজে তাঁর বাছাই করা সর্বকালের সেরা দলের তালিকা প্রকাশ করেছেন। কিন্তু তাঁর দলের খেলোয়াড়দের তালিকা সবাইকে চমকে দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -