কুম্বলে ‘স্যার’-এর পরীক্ষায় শুধু রাহানে পাশ, বাকি সকলে ফেল
এ বছর এখনও কোনও টেস্ট খেলেনি টিম ইন্ডিয়া। এই ক্রিকেটাররা ছ’মাস ধরে শুধু ওয়ান ডে আর টি ২০ খেলেছেন। প্রশ্ন উঠেছে, এঁরা কি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট ক্রিকেটের টেস্ট পাশ করতে পারবেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটানা ১ ঘণ্টা উইকেটে টিকে থাকেন শুধু অজিঙ্ক রাহানে। এখন বিষয় হল, এই খেলোয়াড়দের ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে হবে, যাতে শুধু ১ ঘণ্টা নয়, দরকারে উইকেটে পড়ে থাকতে হবে গোটা দিন।
কে এল রাহুল ও চেতেশ্বর পূজারা একবার করে আউট হন।
দু’বার আউট হন শিখর ধবনও। দু’বারই উইকেটের পিছনে ধরা পড়েন তিনি। তাঁর ওপেনিং জুটি মুরলী বিজয়ও আউট হন ১ ঘণ্টায় দু’বার।
একে একে সব ব্যাটসম্যান ১ ঘণ্টা অপরাজিত থাকার এই পরীক্ষায় ফেল করে যান। দু’বার উইকেট খোয়ান বিরাট কোহলি, দু’বারই তাঁকে আউট করেন জাডেজা।
পরিবেশ ছিল পুরোপুরি টেস্ট ম্যাচের মত। খেলোয়াড়রা সবাই আসেন সাদা জার্সি পরে। স্কোরবোর্ড লাগানো হয়, সাজানো হয় ফিল্ডিং, মাঠে নামেন ব্যাটসম্যানরা।
কুম্বলে এখানে সব ব্যাটসম্যানকে ১ ঘণ্টা করে ব্যাট করার চ্যালেঞ্জ দেন। এর মধ্যে তাঁদের আউট হলে চলবে না।
ব্যাটসম্যানদের দিতে হয়েছে ১ ঘণ্টার পরীক্ষা। এ জন্য দলকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরু থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।
টিম ইন্ডিয়ার নয়া কোচ অনিল কুম্বলে দলকে নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করছেন। প্র্যাকটিস ম্যাচেও চলছে নানা পরীক্ষা। মনে হচ্ছে, নতুন নতুন এ সব পরীক্ষা মানিয়ে নিতে প্রাথমিকভাবে সমস্যায় পড়েছে ভারতীয় টিম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -