১০ ফুট লম্বা অজগরকে বন্দি করে সাড়া ফেলে দিলেন মেরঠের এই মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2018 09:26 PM (IST)
1
উত্তরপ্রদেশের মেরঠের সিনা গ্রামের বাসিন্দা সইদা ১০ ফুট লম্বা একটি অজগরের সঙ্গে লড়াই করে সাপটিকে বন্দি করেছেন
2
দু’দিন আগে ফের অজগরটিকে দেখা যায়। এবারও বন বিভাগে খবর দেওয়া হয়। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও কেউ না আসায় সইদা নিজেই সাপটি ধরার সিদ্ধান্ত নেন
3
সইদা জানিয়েছেন, তাঁদের চাষের জমিতে গত দু-তিন মাস ধরেই ছিল অজগর সাপটি। সাপের ভয়ে বাচ্চারা ওই জমিতে যেতে পারছিল না। বন বিভাগে খবরও দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি
4
সইদা খাতুন নামে এই মহিলা অসাধারণ সাহসের পরিচয় দিলেন
5
এই ঘটনার পর গ্রামে বিখ্যাত হয়ে গিয়েছেন সইদা