২০১৭-য় মুক্তি পেতে চলা হিন্দি ছবির পোস্টার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jan 2017 01:11 PM (IST)
1
অক্ষয়ের তৃতীয় ছবি ‘টয়লেট- এক প্রেম কথা’।
2
শাহিদ কপূরও পোস্ট করেছেন তাঁর আগামী ছবি ‘রেঙ্গুন’-এর পোস্টার।
3
শাহরুখ খানের ‘রইস’-এর দ্বিতীয় পোস্টার।
4
‘রইস’-ই হোক বা ‘টয়লেট-এক প্রেম কথা’। এ বছর মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি ইন্টারেস্টিং ছবি। দেখে নিন, কয়েকটির পোস্টার।
5
অক্ষয়ের আর একটি ছবি ‘প্যাডম্যান’। স্ত্রী টুইঙ্কল খান্নার প্রযোজিত ছবিটির পরিচালক আর বাল্কি।
6
এছাড়াও ‘জলি এলএলবি টু’। ‘জলি’ সিরিজের প্রথম ছবিটি করেন আর্শাদ ওয়ার্সি। দ্বিতীয়টিতে রয়েছেন অক্ষয় কুমার।
7
‘২.০’। রজনীকান্ত-অক্ষয় কুমারের এই ছবিতে ভিনগ্রহীদের কথা সম্ভবত বলা হয়েছে। কারণ জানতে দেখুন পোস্টারের ক্যাচলাইনটি।