দেখুন, শ্রীনগরে মরসুমের প্রথম তুষারপাত
তুষারপাতের ফলে কাশ্মীরের তাপমাত্রাও অনেকটা কমে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টা তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ছবি সৌজন্যে এএনআই
তুষারপাতের ফলে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি উড়ান বাতিল করতে হয়েছে। ছবি সৌজন্যে এএনআই
তুষারপাতের ফলে বান্দিপোরায় ধস নেমেছে। ভারী তুষারপাতের ফলে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ছবি সৌজন্যে এএনআই
শ্রীনগর ছাড়াও জম্মু ও কাশ্মীরের অন্যান্য অংশ থেকেও তুষারপাতের খবর পাওয়া গিয়েছে। ছবি সৌজন্যে এএনআই
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ২০০৯-এর পর এবারই প্রথম নভেম্বরে শ্রীনগরে বরফ পড়ছে। ছবি সৌজন্যে এএনআই
শনিবার দুপুর থেকে শ্রীনগরে শুরু হয়েছে মরসুমের প্রথম তুষারপাত। কয়েক ইঞ্জি পুরু বরফ জমে গিয়েছে। ফলে দেশের অন্যান্য অংশের সঙ্গে কাশ্মীর উপত্যকার সড়ক ও বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ছবি সৌজন্যে এএনআই