ভারতের বাজারে এল বিশ্বের প্রথম অডিও জ্যাক ছাড়া স্মার্টফোন, এই ফোনের বিশেষত্ব জানুন
লে ২-র দাম ১৩ হাজার ২০০। সঙ্গে আছে ৫.৫ ইঞ্চি বেজেল ছাড়া এইচডি ডিসপ্লে। ফোনটির আছে ১৬ এমপি রিয়ার ক্যামেরা, ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা, এবং ৩২ জিবি ইন্টারনাল মেমরি এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলে ম্যাক্স ২-র আছে ৬৪ বিট কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর, ৫.৭ ইঞ্চি কিউএইচজেড বেজেল-লেস ডিসপ্লে, সঙ্গে ৬ জিবি র্যাম এছাড়া আছে ২১ এমপি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্ষমতা, ৩১০০এমএএইচ ব্যাটারি এবং এলটিই কানেক্ট করার ক্ষমতা
লে ২, লে ২ প্রো এবং লে ম্যাক্স ২ অ্যানড্রোয়েড ৬.০ মার্সম্যালোর সাহায্যে চলে। লে ম্যাক্স ২-র তিন ধরনের স্টোরেজ ক্ষমতা আছে। ৪ জিবি র্যাম এবং ৩২ জিবি, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ধারণ ক্ষমতা
তার বদলে এই স্মার্টফোনগুলিতে ইউএসবি-র মতো সি পোর্ট দেওয়া হয়েছে, অডিও কানেক্টর হিসেবে ব্যবহার করার জন্যে।
এই ফোনগুলির বিশেষত্ব এগুলো হল বিশ্বের প্রথম স্মার্টফোন যার ৩.৫ এমএম অডিও জ্যাক নেই
লেইকো গত মাসেই ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের সংস্থার লে ২, লে ২ প্রো, লে ম্যাক্স ২ নামের তিনটি স্মার্টফোন ফোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -