বিশেষ এক্সচেঞ্চ অফারে লেনোভো K3 Note ১,৯৯৯ টাকায়
এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। K3 নোট-এ ১৬ জিবি ইনবিল্ড মেমোরি দেওয়া হয়েছে, সঙ্গে মাইক্রো এসডি স্লট। এতে রয়েছে 4G , Wi-Fi, GPS/ A-GPS, ব্লুটুথের মতো কানেক্টিভিটি। এর ব্যাটারি 3000 mAh
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএতে রয়েছে ৬৪ বিট 1.5 GHz ওক্টা-কোর (MediaTek MT6572) প্রোসেসর। সঙ্গে ২ জিবি র্যাম।
K3 নোট-এ রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, পিক্সেল রেজোলিউশন 1080X1920।
কোম্পানির এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পুরানো স্মার্টফোন দিয়ে ১০ হাজার টাকা দামের এই ফোন বিশেষ ছাড়ে কিনতে পাওয়া যাচ্ছে।
লেনোভো তাদের স্মার্টফোন K3 নোট ক্রয়ের ক্ষেত্রে দুর্দান্ত অফার দিচ্ছে। এই অফারে স্মার্টফোনটি মাত্র ১৯৯৯ টাকায় কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। ফোনের দাম ৯৯৯৯ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -