ভারতের বাজারে আসতে চলেছে লেনোভো ভাইব কে ফাইভ, এই ফোনের বিশেষত্বগুলো জেনে নিন
লেনোভো এ৬০০০ গতবছর যখন বাজারে এসেছিল তখন দাম ছিল ৬ হাজার ৯৯৯ টাকা। ভাইব কে ফাইভ প্লাসের দাম ৮,৪৯৯ টাকা। আশা করা যায় এর মাঝামাঝি কিছু একটা দাম হবে এই ফোনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নয়া স্মার্ট ফোন ভারতের বাজারে কত দামে পাওয়া যাবে, সেবিষয়ে এখনও কোনও তথ্য নেই।
ভাইব কে ফাইভ ফোনের ২,৭৫০ এমএএইচ ব্যাটারি আছে, স্টিরিও স্পিকার, সঙ্গে এটিএমওএস-ও আছে। এছাড়া ডুয়েল সিম-কার্ডের সুবিধা, ফোর জি এনটিই সাপোর্ট, ওয়াই-ফাই, জিপিএস এবং ব্লু-টুথ রয়েছে এই ফোনে। সফটওয়্যার ফ্রন্টে অ্যানড্রোয়েড ললিপপ ৫.১ আছে।
ছবি তোলার জন্যে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা রয়েছে, সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। এছাড়া সামনের দিকে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে এই ফোনে
লেনোভো ভাইব কে ফাইভ ইওরোপের বিভিন্ন বাজারে এইমুহূর্তে পাওয়া যাচ্ছে। এমাস থেকেই ভারতের বাজারে পাওয়া যাবে এই ফোন
এই স্মার্টফোনে টু জিবি-র র্যাম এবং ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ আছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ক্যাপাসিটি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -