লেনোভো নিয়ে এল স্মার্টফোন Zuk Z1, দাম ১৩,৪৯৯ টাকা
এই ফোন ন্যামো-সিম কার্ড সাপোর্ট করবে এবং এই ফোন সায়ানোজেন ওএস ১২.১ ভিত্তিক অ্যান্ড্রয়েড 5.1.1 ললিপপ সিস্টেমে চলবে।এর ইন্টারন্যাল মেমোরি ৬৪ জিবি। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ক্যামেরায় রয়েছে সোনির সেন্সর ও অপ্টিক্যাল ইমেজ স্টেবলাইজেন (আইআইএস)। এই ফিচার সাধারণত হাই-এন্ড স্মার্টফোনেই দেখতে পাওয়া যায়। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ব্যাটারি 4100mAh।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ফোনে রয়েছে 2.5GHZ কোয়ালকম স্ন্যাপড্রাগন 801 প্রোসেসর, ৩ জিবি র্যাম এবং Adreno 330 GPU
Zuk Z1 স্মার্টফোনে হোম বাটন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো কাজ করবে
Zuk Z1-এ রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি 1080×1920 পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে। এর ফ্রন্ট প্যানেলে হোম বাটন দেওয়া হয়েছে।
এই হ্যান্ডসেটের পিছনে Zuk –র লোগো দেওয়া হয়েছে।
এই ফোন ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। Zuk Z1-তে মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে।
এই স্মার্টফোন আগামী ১৯ মে থেকে অ্যামাজনে বিক্রয় শুরু হবে। এই ফোন কেনার জন্য রেজিস্ট্রেশন আজ থেকেই শুরু হবে।
লেনোভো কোম্পানি তাদের সাব ব্র্যান্ড Zuk-এর প্রথম স্মার্টফোন Zuk Z1 ভারতে লঞ্চ করল। এই ফোনের দাম ১৩,৪৯৯ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -