ধোনির অজানা প্রেম-কাহিনী
রূপোলি পর্দায় ধোনির এই অজানা প্রেম কাহিনি তুলে ধরার জন্য অবশ্য মাহির কাছ থেকে অনুমতিও চেয়ে নেওয়া হয়েছিল। জানা গেছে, প্রিয়ঙ্কা চলে যাওয়ার পরে প্রায় একটা বছর তীব্র মনোকষ্টে ভুগেছিলেন ধোনি।শেষপর্যন্ত নিজেকে সামলে নেন মাহি। এর পরই নিজেকে বদলাতে শুরু করেন ধোনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়ে এখন সুখের সংসার মাহির।
এই সিনেমায় ধোনির ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত সিংহ রাজপুত।নির্দেশক নীরজ পান্ডে। এই সিনেমায় ধোনির জীবনের অনেক অজানা কথাই তুলে ধরা হয়েছে।
সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে ধোনির জীবন নিয়ে তৈরি সিনেমা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’।
কিন্তু ধোনির জীবনের একটা অজানা ঘটনা এবার প্রকাশ্য এসেছে। একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সদ্য কৈশোর পেরোনো ধোনি প্রেমে পড়েছিলেন। তখন তাঁর বয়স মাত্র ২০। প্রিয়ঙ্কা ঝা নামে এক তরুণীর প্রেমে পড়েন ধোনি। ধোনির কেরিয়ার তৈরির সময় ছিল তখন। তিনি ভারতীয় দলে ঠাঁই পাওয়ার লড়াই করছিলেন। ইতিমধ্যেই ধোনির পরিচয় আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রিয়ঙ্কাকে এতটাই ভালবেসে ফেলেছিলেন ধোনি যে বাকি জীবনটাও তাঁর সঙ্গে কাটাবেন বলেই স্থির করে ফেলেছিলেন ধোনি।কিন্তু এরপর যা ঘটল তা অত্যন্ত হৃদয়বিদারক। প্রিয়ঙ্কা ধোনিকে একলা ফেলে চলে যান। এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান প্রিয়ঙ্কা। এই ঘটনা ধোনির জীবনে একটা বড়সড় ধাক্কা। শোকে কাতর হয়ে পড়েন তিনি। কিন্তু সেই শোক সামলে ঘুরে দাঁড়ান মাহি।
মহেন্দ্র সিংহ ধোনি। খড়্গপুর স্টেশনের টিকিট পরীক্ষক থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। বিশ্বকাপ জয়। একের পর এক সাফল্য ধোনির। এখন তো তিনি বিশ্বের অন্যতম সফল অধিনায়ক হিসেবে গন্য হন। ব্যক্তিগত জীবনে ধোনি খুবই শান্ত ও সংযত স্বভাবের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -