বিয়ে করছেন সোনাক্ষী সিংহ? কী বলছেন অভিনেত্রী
এপ্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী
তাঁর স্পষ্ট জবাব ‘কুচতো লোগ কহেঙ্গে, লোগ কা কাম হ্যায় কহেনা’
তারপরই তিনি বলেন, এখনই বিয়ে করার কোনও প্রশ্নই আসছে না। এমনকি তিনি এও জানেন না, কেমন ধরনের ছেলেকে তিনি বিয়ে করতে চান
সামনেই অভিনেত্রীকে এক সাংবাদিকের চরিত্রে ‘নূর’ ছবিতে দেখা যাবে।
সাম্প্রতিক তাঁর শারীরিক পরিবর্তন সকলেরই নজরে এসেছে।
আগে তাঁর ওজন ছিল প্রচুর, এখন তিনি ওজন ঝরিয়ে ছিপছিপে।
আপাতত তিনি তৈলাক্ত, মুখরোচক খাওয়া একদম ছেড়ে দিয়েছেন। করেন যোগ ব্যায়াম, নাচ, কার্ডিও
এপ্রসঙ্গে সোনাক্ষী জানিয়েছেন, তিনি আগে ভাবতেন শুধু শরীরচর্চা করলেই ওজন কমে। নিজের ইচ্ছেমতো খাওয়াই যায়। কিন্তু তাতে ফল তেমন হয়নি।
এমনকি একথাও শোনা গিয়েছিল, খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন সোনাক্ষী।
'দাবাং' গার্ল সোনাক্ষী সিংহ বেশ কয়েদিন ধরেই শিরোনামে রয়েছেন বান্টি সাজদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে