নরওয়েতে বাজ পড়ে একসঙ্গে ৩০০-রও বেশি বল্গা হরিণের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Aug 2016 03:07 PM (IST)
1
প্রসঙ্গত, ঋতু পরিবর্তনের সময় হাজার হাজার হরিণ ওই মালভূমি এলাকায় যায়।
2
এরকম ঘটনা আগে কখনও হয়নি বলে জানিয়েছেন মন্ত্রকের এক আধিকারিক। তিনি বলেন, একেবারেই আশ্চর্যজনক ঘটনা। একসঙ্গে এত হরিণের মৃত্যু বিরল। আগে কখনও এমনটা শোনেননি তাঁরা।
3
নরওয়ের পরিবেশ মন্ত্রক সূত্রে খবর, পার্বত্য মালভূমি অঞ্চলে হঠাতই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। বজ্রপাতে মৃত্যু হয় বহু প্রাণীর। প্রাণ হারায় ৩০০-রও বেশি বল্গা হরিণ।
4
বাজ পড়ে একসঙ্গে ৩০০-এরও বেশি বল্গা হরিণের মৃত্যু। ঘটনাস্থল মধ্য নরওয়ের এক পার্বত্য উপত্যকা অঞ্চল।