নিজেকে রণবীর সিংহর মতোই ক্রেজি মনে করেন এই তারকা, তিনি কে জেনে নিন
২০১৭-তে ফোর্বস –এর বিনোদন তালিকাতেও ছিল লিলির নাম।
এইচওবি-র ফারেনহাইট ৪৫১ সিনেমাতেও অভিনয় করেছেন লিলি।
লিলি একটি বেস্টসেলার লেখিকা।
উল্লেখ্য, প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েতে যোধপুরে এসেছিলেন লিলি। ইউটিউবে লিলির ফলোয়ার সংখ্যা ১.৪ কোটি। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৮.৬ মিলিয়ন।
ইন্দো-কানাডিয়ান অনলাইন সেলিব্রিটি মুম্বইতে ইউটিউব ফ্যান ফেস্ট-এ এসেছিলেন এবং অভিনেতা বরুণ ধবন সব অন্যদের সঙ্গে রিহার্সাল দিতেও দেখা গিয়েছিল। মাধুরী দিক্ষীতের ভ্রু নাচানোর স্টাইলের খুবই ভক্ত লিলি।
লিলি লিখেছেন, সেই বন্ধু যিনি গানের কথা জানেন না। রণবীর সিংহ।
তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে গলি বয় সিনেমার গানে র্যা প করতে দেখা গিয়েছে দুজনকে। সিনেমায় রণবীর এই স্ট্রিট র্যা পারের ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমায় রণবীরের সঙ্গে রয়েছেন লিলিও।
সুপারওম্যান নামে পরিচিত লিলি রণবীরের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমি কখনও ভাবিনি যে আমার মতো ক্রেজি মানুষের সঙ্গে দেখা হবে এবং আবার আমার রণবীর সিংহর সঙ্গে দেখা হবে। একই ধরনের অনুভূতি।
দুই তারকা একসঙ্গে র্যা প করেছেন এবং এর ঝলক তাঁরা তাঁদের অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ইউটিউব সেনসেশন লিলি সিংহ নিজের মতো ক্রেজি মনে করেন বলিউড অভিনেতা রণবীর সিংহকে। সব ছবি-ইনস্টাগ্রাম