লকডাউনে রাস্তায় বেরোচ্ছেন? করতে হতে পারে জোড়ায় জোড়ায় কান ধরে ওঠবোস
আজ লকডাউনের প্রথম দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকালই করোনাভাইরাসের সতর্কতায় আগামী ২১ দিনের জন্য পুরো দেশকে লকডাউন করার কথা ঘোষণা করেছেন। তবে মোদির এই ঘোষণার আগেই বেশ কয়েকটি রাজ্যে লকডাউন ঘোষণা করেছিল কয়েকটি রাজ্য সরকার। জারি করা হয়েছিল কার্ফুও। তবে রাজ্যের লকডাউনগুলিতে দফায় দফায় সামনে এল নিয়ম ভাঙার ছবি। দেশ জুড়ে গ্রেফতার হল হাজারেরও বেশী মানুষ। ব্যবস্থা নিতে রাস্তায় নামল পুলিশও। কী কী শাস্তি দেওয়া হল তাদের? দেখে নিন ছবিতে।
লকডাউন অমান্য করে রাস্তায় বেরোনো যুবক যুবতীকে কান ধরে ওঠবোস করাচ্ছে পুলিশ।
রাস্তায় সারি দিয়ে অভিনব শাস্তি পুলিশের।
লকডাউন কে থোড়াই কেয়ার করে অনায়াসে ঘুরছিলেন রাস্তায়। মুখে মাস্ক পর্যন্ত নেই! কানপুরে পুলিশ পাকড়াও করে জোড়ায় জোড়ায় কান ধরে ওঠবোস করাল লকডাউন অমান্যকারীদের।
ফোর্টের সামনে বাইক নিয়ে যুবকদের ঘুরতে দেখেই লাঠি চালাল পুলিশ।
মাথায় হেলমেট নেই, নেই মাস্ক, গ্লাবস। এক বাইকে সওয়ার এক শিশু সহ তিন। সতর্ক করল পুলিশ।
সতর্কতায় কান না দিয়েই রাস্তায় মানুষ
রাস্তায় বেরোলেই পুলিশের মুখে। বারবার সতর্ক করছে পুলিশ
রাস্তায় চলছে পুলিশি ধরপাকড়।
গাড়ি থামিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।
কিছু রাজ্যের সীমানা এভাবে ঘিরে দেওয়া হয়েছে পুলিশের তরফে।