দেশজুড়ে ফুটেছে পদ্ম, উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা, স্তব্ধ কংগ্রেস অফিস
ইতিউতি দাঁড়িয়ে জনাকয়েক সাংবাদিক। কিন্তু কর্মীরা কই?
কংগ্রেসের লখনউ অফিস।
দলীয় পতাকা ও অন্যান্য সামগ্রী বিক্রি করা ফেরিওয়ালারা অফিসের সামনে ঠিকই এসেছেন। কিন্তু কিনবেন কে?
উল্টোদিকে দিল্লিতে কংগ্রেস অফিসের ছবি।
দিল্লিতে অমিত শাহকে ফুল দিয়ে বরণ করলেন সমর্থকরা।
অসমে বিজেপি অফিসে দলীয় কর্মীর নাচ।
বিজেপির সহযোগী শিবসেনার মুম্বই অফিসের ছবি।
একাই ৩০০-র ওপর আসন পেয়ে এখনও পর্যন্ত সবথেকে ভাল ফল করেছে বিজেপি। আনন্দে রাস্তায় নেমে এসেছেন সমর্থকরা।
লখনউয়ে বিজেপি অফিস।
দেখুন মুম্বইয়ে বিজেপি অফিসের সামনের ছবি।
শুধু দিল্লিতে নয়, বিজেপির জয়ে ঢাকঢোল বাজিয়ে উৎসব চলেছে দেশের নানা অংশে।
দেখুন সেই উৎসবের কিছু ছবি।
লোকসভা ভোটে অন্য সব দলকে দাঁড় করিয়ে ছক্কা হাঁকিয়েছে বিজেপি। ভারত আবার জিতেছে, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে বিজেপির সদর দফতরে উল্লাসে ফেটে পড়েছেন কর্মীরা।