লাঠিচার্জ, গুলি, সংঘর্ষ, লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণে রাজ্যে বিক্ষিপ্ত হিংসার ছবি
আজ লোকসভার চতুর্থ দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে আজ পাঁচ জেলার আট কেন্দ্রে ভোটগ্রহণ। এরমধ্যে রয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে। সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে এল দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও লাঠিচার্জ-চলল গুলি, আবার কোথায় দলীয় কর্মী বা জনতার সংঘর্ষে উত্তপ্ত হল এলাকা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুর্গাপুরের জেমুয়ায় কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট বন্ধ করে প্রতিবাদ ভোটারদের একাংশের। তৃণমূল সমর্থকদের সঙ্গে সিপিএম-বিজেপি সমর্থকদের হাতাহাতি।
জেমুয়ার পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ
কেতুগ্রামে কেন্দ্রীয় বাহিনীর সামনে ছাপ্পা ভোটের অভিযোগ। খাজি হাইস্কুলে ভোটের জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা, তাঁরাই ভোট দিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। এই বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
বীরভূমের সদাইপুরে সংঘর্ষ, কামারডাঙার বাসিন্দারা ভোট দিতে এলে শাসক দলের কর্মীরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ, কারও ফেটেছে মাথা, কারও কেটেছে পা। কেন্দ্রীয় বাহিনী আশ্বস্ত করলেও তাঁদের প্রশ্ন, কোন ভরসায় এবার ভোটগ্রহণ কেন্দ্রে যাবেন তাঁরা।
নানুরের বন্দর প্রাথমিক বিদ্যালয়ে বুথে বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেন ও মারধরের অভিযোগ। মারধরে এক বিজেপি সমর্থকের হাত ভেঙে যায়
নানুরের বন্দর প্রাথমিক বিদ্যালয়ের ২১৭ নম্বর বুথে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, প্রথমে বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেন তৃণমূল কর্মীরা। উত্তপ্ত বিজেপি সমর্থকেরা তৃণমূলের তরফে গ্রামে খাওয়ার ব্যবস্থার জিনিসপত্র তছনছ করে দেয়। পুকুরে ফেলে দেওয়া হয় খাবার। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
বীরভূমের নলহাটির এক নম্বর ব্লক হাবিশপুর গ্রামের ১৭, ১৮ নম্বর বুথে বিজেপি সমর্থকরা ভোট দিত গেলে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বীরভূমের দুবরাজপুরের পদুমায় গ্রামবাসী-কেন্দ্রীয় বাহিনী সংঘর্ষ, মোবাইল জমা রাখা নিয়ে বচসা, বাহিনীকে লক্ষ্য করে ইট ছোঁড়েন গ্রামবাসীরা, শূন্যে গুলি ছোঁড়ার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে
বারাবনিতে বাবুল সুপ্রিয়কে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, ‘গুন্ডামির’ অভিযোগ করে বাবুল সুপ্রিয়র গাড়ি আটকাবার চেষ্টা করে তৃণমূলের কর্মী সমর্থকেরা। তাঁকে অন্য কেন্দ্রে যেতে না দেওয়াপ জন্যই এই বিক্ষোভ, অভিযোগ বাবুলের। উত্তপ্ত কর্মী সমর্থকেরা বাবুলের গাড়ির কাঁচ ভেঙে দেয়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -