ছবিতে দেখুন: লন্ডনে জঙ্গি হামলা
৭০দিনের মধ্যে এ নিয়ে তিনবার সন্ত্রাসবাদে ছিন্নভিন্ন হল ব্রিটেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবরো মার্কেট দিনের বেলা সাধারণ একটি বাজার। কিন্তু উইকএন্ডের রাতে ঝলমলিয়ে ওঠে এখানকার পাব আর রেস্তোঁরাগুলি। স্বাভাবিকভাবেই গত রাতে মার্কেটে প্রচণ্ড ভিড় ছিল। সেই ভিড়ই টার্গেট করে জঙ্গিরা।
বরো মার্কেট দিনের বেলা সাধারণ একটি বাজার। কিন্তু উইকএন্ডের রাতে ঝলমলিয়ে ওঠে এখানকার পাব আর রেস্তোঁরাগুলি। স্বাভাবিকভাবেই গত রাতে মার্কেটে প্রচণ্ড ভিড় ছিল। সেই ভিড়ই টার্গেট করে জঙ্গিরা।
আশপাশের মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়।
ভারতীয় সময় রাত তিনটে নাগাদ হয় এই হামলা। তারপরেই বন্ধ করে দেওয়া হয় লন্ডন ব্রিজ।
জঙ্গি হামলার দায়স্বীকার করেছে আইএসআইএস।
প্রথম হামলাটি ঘটে ঐতিহাসিক লন্ডন ব্রিজের ওপর। সাদা রঙের একটি ভ্যান পথচারীদের পিষে দেয়। তারপর বরো মার্কেট ও বেক্সোল এলাকায় এলোপাথাড়ি ছুরিকাঘাতের শিকার হন সাধারণ মানুষ।
ফের জঙ্গি নিশানায় লন্ডন। পরপর তিনটি জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছে গোটা ব্রিটেনকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -