ফ্রেঞ্চ ফ্রাই দেখলেই কি আপনার জিভে জল আসে? দেখে নিন কতরকমভাবে বানানো যায় আপনার প্রিয় খাবারটি?
ভিয়েতনামের লোকজন আবার চিনি ও মাখনে ভরপুর ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালবাসেন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅস্ট্রেলিয়ানরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর সাধারণ নুনের বদলে চিকেন সল্ট ছড়িয়ে খান। এই বিশেষ ধরনের নুন শুধু অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়
ব্রিটেনে ফ্রেঞ্চ ফ্রাই ‘চিপস’ হিসেবে পরিচিত। এটি সাধারণত মদের সঙ্গে খাওয়া হয়ে থাকে। আয়ারল্যান্ডের লোকেরা আবার মেয়োনিজের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই খান
রোমানিয়ায় ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয় রসুন, তেল ও নুন দিয়ে বানানো পেস্ট দিয়ে
ফিলিপিন্সের লোকেরা ফ্রেঞ্চ ফ্রাই খান কলার চাটনি দিয়ে। কলা সেদ্ধ করে চটকে চিনি ও মশলা দিয়ে তৈরি হয় এই চাটনি
আমাদের দেশে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কেউ খান পুদিনার চাটনি দিয়ে, কেউ আবার ধনের চাটনি দিয়ে। ঝাল ফ্রেঞ্চ ফ্রাইও অনেকেরই পছন্দ। বিভিন্নরকম সস দিয়েও অনেকে খেয়ে থাকেন
কানাডার মানুষ আবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর মশলাদার গ্রেভি বা মাখন ছড়িয়ে খেতে ভালবাসেন।
ফ্রেঞ্চ ফ্রাই বলতেই আমরা বুঝি ‘আলু ভাজা’। কিন্তু এই খাবারটি বিভিন্ন দেশে বিভিন্নভাবে বানানো হয়। শুধু আলুই নয়, পনির দিয়েও ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়। অনেকে আবার চাটনি দিয়েও খেয়ে থাকেন এই সুস্বাদু খাবারটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -