ছিলেন শিক্ষিকা, হলেন প্রেমিকা, তারপর স্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্টের থেকে ২৫ বছরের বড় ব্রিজিত মারি-ক্লদ, কীভাবে হল তাঁদের দেখা?
তাই তাঁদের অসময় বয়সি এই প্রেমকে কুর্ণিশ জানাতেই হচ্ছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই তাঁদের অসময় বয়সি এই প্রেমকে কুর্ণিশ জানাতেই হচ্ছে
তাই তাঁদের অসময় বয়সি এই প্রেমকে কুর্ণিশ জানাতেই হচ্ছে
তবে সত্যিই হয়তো এই প্রেম, ব্রিজিতকে এই সম্মানই আজ ইমানুয়েলকে পৌঁছে দিয়েছে আজকের এই পদে।
২০০৬ সালে ব্যাঙ্কার স্বামীকে ডিভোর্স দিয়ে মাক্রঁ-এর হাত ধরেন ব্রিজিত। সেই থেকে প্রতিটি পদক্ষেপেই একসঙ্গে তাঁরা। আর এখন ফার্স্ট লেডি।
প্রথমে বিষয়টাকে তেমন আমল না-দিলেও ইমানুয়েলের জেদের কাছে কার্যত হার মানতে হয়েছিল ব্রিজিতকে।
কোনও রকম ভাবনাচিন্তা না করে বয়সে পঁচিশ বছরের বড় ব্রিজিতকে সোজা বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ইমানুয়েল।
কিন্তু এরপর কখন যেন সেই ভাল লাগাই ভালবাসায় পরিণত হল।
সেসময় ব্রিজিত স্বামী, তিন সন্তান নিয়ে ঘোরতর সংসারী, এবং ইমানুয়েল তখন পনেরোর কিশোর। ব্রিজিতের কাছে নাটক শিখতে এসেছিলেন ইমানুয়েল।
৩৯-এর ইমানুয়েল-এর সঙ্গে ব্রিজিতের প্রথম দেখা লেখক মিলান কুন্দেরার নাটক ‘জাক অ্যান্ড হিজ মাস্টার’ মঞ্চস্থ করার সময়
ফ্রান্সে বিপুল জনসমর্থন পেয়ে সদ্যই সেখানকার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন তরুণ নেতা ইমানুয়েল মাক্রঁ।
শিক্ষিকা থেকে হলেন প্রেমিকা, তারপর ইমানুয়েল মাক্রঁ-এর স্ত্রী, ফ্রান্সের ফার্স্ট লেডি প্রেসিডেন্টের থেকে ২৫ বছরের বড়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -