লখনউ এনকাউন্টার: উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র, আইএসের পতাকা, এক্সক্লুসিভ ছবি
এছাড়াও মিলেছে যোগাযোগ রাখার বেশ কিছু ডিভাইস ও গ্যাজেট।
জঙ্গিদের কাছ থেকে মিলেছে ভারতের মানচিত্র।
ঘটনাস্থলে মোতায়েন উত্তর প্রদেশ পুলিশ
এটিএসের জওয়ানরা ১২ ঘন্টা অভিযান চালান
মধ্যপ্রদেশের সাজাপুরে ট্রেনে বিস্ফোরণের সঙ্গে যুক্ত কয়েকজন লখনউয়ের ঠাকুরগঞ্জে বাড়ি ভাড়া নিয়েছে বলে উত্তরপ্রদেশ পুলিশকে জানায় গোয়েন্দা সংস্থাগুলি। এরপরই অভিযান শুরু করে এটিএস
অপারেশনের সময় নিরাপত্তাকর্মীরা বাড়ির দেওয়াল ফুটো করে জঙ্গির ওপর নজর রাখছিলেন।
জঙ্গিকে মারার পর তার মৃতদেহ নিয়ে যাচ্ছে পুলিশ
পুলিশ বন্দুক ছাড়াও অন্যান্য উপায় অবলম্বন করে জঙ্গিকে হত্যা করে। ছবি দেখেই বোঝা যাচ্ছে, আত্মরক্ষার জন্য কী কী প্রস্ততি সে করেছিল।
জঙ্গির কাছ থেকে মিলেছে অনেকগুলি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এছাড়াও বিভিন্ন নকশা ও নগদ টাকাও পাওয়া গিয়েছে। সইফুল্লাহর দুই সঙ্গীর খোঁজে তল্লাশি চলছে।
উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে পুলিশের এটিএস আইএস জঙ্গিকে হত্যা করেছে। বারো ঘন্টার অপারেশনের পর সইফুল্লাহ নামে এক জঙ্গিকে খতম করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, নগদ সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস।