এই ক্রিকেটারের সঙ্গে ছিল মাধুরী দীক্ষিতের জমাটি প্রেম, কিন্তু ভাঙল কেন জানেন
এই খবরে ভেঙে যায় মাধুরীর হৃদয়। ভাঙন ধরে দুজনের সম্পর্কে তাই প্রচার পাওয়ার আগেই মিলিয়ে যায় এই সম্পর্ক।
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ছিলেন নব্বইয়ের দশকের সেনসেশন। সৌন্দর্য, অভিনয়, নৃত্যশৈলী, সবকিছু দিয়েই মাত করে রাখতেন দর্শককূলকে।
এরপর সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কে জড়ান মাধুরী।
এদিকে এরমধ্যেই আচমকা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে নাম জড়ায় জাদেজার। সেই স্ক্যান্ডালে নাম জড়িয়ে যায় সেই সময় ভারতীয় দলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের। আন্তর্জাতিক স্তরে সমালোচনা শুরু হয়।
যদিও জাদেজার পরিবার এই সম্পর্ক নিয়ে তেমন খুশি ছিলেন না।
দুজনের সম্পর্ক এতটাই গভীর হয় যে, বিভিন্ন ছবিতে অজয় জাদেজাকে নেওয়ার জন্যে সুপারিশও করেন মাধুরী।
ক্রিকেটার অজয় জাদেজার সঙ্গে নাম জড়ায় মাধুরীর। দুজনের একটি ফ্যাশন ম্যাগাজিনের কভার ফটোশ্যুটের সময় দেখা হয়। তারপর থেকেই প্রেমের শুরু
তবে এঁরা ছাড়াও আর এক বিখ্যাত ব্যক্তির সঙ্গেও নাম জড়ায় মাধুরীর। তিনি যদিও গ্ল্যামার দুনিয়ার সদস্য ছিলেন না।
তাঁদের সম্পর্কও বিয়ে পর্যন্ত গড়ায়। কিন্তু আচমকা আবু সালেমের থেকে একে ৪৭ রাখার অভিযোগ ওঠে সঞ্জয়ের বিরুদ্ধে। সেই সময় সঞ্জয়ের সঙ্গে রিয়াজ সিদ্দিকির নাম জড়ায়। পরে এই রিয়াজকে ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় অভিযুক্ত করা হয়। জেল হয় সঞ্জয়ের, ফের হৃদয় ভাঙে মাধুরীর।
সেইসময় অভিনেত্রীর নাম জড়িয়ে ছিল তাঁর একাধিক সহঅভিনেতার সঙ্গেও।
অনিল কপূর, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, এই মানুষগুলির মাধুরীর জীবনে বিভিন্ন সময় আগমণ ঘটেছে।