দেখুন! জাহাজের একেবারে কিনারে বসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রীর সেলফি, টুইটারে সমালোচনার ঝড়
পরিস্থিতি দেখে নিরাপত্তা রক্ষীদের চোখ কপালে উঠে যায়। অমৃতা যেখানে বসেছিলেন, ঠিক তার নীচেই সমুদ্র। একটু এদিক ওদিক হলে তাঁর প্রাণ বিপন্ন হতে পারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅমৃতার দেহরক্ষীরা ও ডিসিপি রশ্মি করন্দিকর তাঁকে এতটা বিপজ্জনকভাবে সেলফি তুলতে বারণ করেন। কিন্তু কান দেননি তিনি।
ছিলেন সস্ত্রীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ও কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি।
জাহাজে করে সমুদ্র দিয়ে যাওয়ার মুখ্যমন্ত্রী ও গড়কড়ি চারপাশের দৃশ্য দেখছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফড়ণবীশের মাথায় সেলফি তোলার খেয়াল চাপে।
গতকাল মুম্বই থেকে গোয়ার মধ্যে চালু হল জাহাজ চলাচল। তখনই এক নাটকীয় দৃশ্যের সাক্ষী হলেন সকলে।
জাহাজের একেবারে কিনারে চলে যান তিনি। সেখানে বসে নেন সেলফি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -