মহারাষ্ট্রে খরাপীড়িতদের জন্য ৫০ লক্ষ টাকা দান অক্ষয় কুমারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2016 09:42 AM (IST)
1
এই প্রকল্পের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় অক্ষয়কে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।একটি রিপোর্ট মোতাবেক, মহারাষ্ট্রে মাত্র ৩৮০ কিউবিক মিটার জল রয়েছে।
2
বলিউড তারকা নানা পটেকর ও আমির খানের পর এবার মহারাষ্ট্রের খরা-পীড়িত কৃষকদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার।
3
এই প্রকল্পের মাধ্যমে চাষের জন্য জলসঞ্চয়ের জন্য গ্রামে গ্রামে পুকুর খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
4
রাজ্য সরকারের ওই প্রকল্পের লক্ষ্য হল, মহারাষ্ট্রের গ্রামগুলিকে খরার প্রভাব মুক্ত করা।
5
এই পরিস্থিতিতে অক্ষয় জলযুক্ত শিভর অভিযান প্রকল্পে ৫০ লক্ষ টাকা দান করেছেন।
6
মহারাষ্ট্রে ব্যাপক খরা চলছে। খরার এত তীব্রতা এর আগে দেখা যায়নি। সরকার রাজ্যের ৪৩ হাজার গ্রামের মধ্যে ২৭,৭২৩ টি গ্রামকেই খরা কবলিত ঘোষণা করেছে। রাজ্যের ৭৫টি মাঝারি আকারের বাঁধের মধ্যে ৫৪ টিই শুখা বলে ঘোষিত হয়েছে।