বাজারে এল মাহিন্দ্রার নতুন ইলেকট্রিক গাড়ি, দেখে নিন কী কী ফিচার!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2020 02:05 PM (IST)
1
বছর শেষে বাজারে আসতে পারে গাড়িটি। দাম রাখা হবে Tata Nexon EV র দামের কথা মাথায় রেখে।
2
পেট্রোল-ডিজেল চালিত XUV র থেকে গাড়ির ভিতরটিও হবে অনেক ঝাঁ চকচকে। থাকবে আরও বড় স্ক্রিন।
3
দ্রুত চার্জ করা যাবে এই গাড়িগুলি।
4
এই গাড়িটি বর্তমানে বাজারে যে মডেলটি আছে, তার থেকে অনেক ভাল দেখতে।
5
এই গাড়িটির সঙ্গে সঙ্গে মাহিন্দ্রা প্রদর্শণ করল ইলেকট্রিক XUV300 মডেলটি। উৎসবের মরসুমে সেই গাড়িটিও বাজারে আনা হবে।
6
এই ই-কেইউভির মোটরও উচ্চ ক্ষমতাসম্পন্ন। এই গাড়িটি পুরোপুরি চার্জ থাকলে দৌড়াবে ১৫০ কিলোমিটার পর্যন্ত।
7
নতুন FAME স্কিমে ই-কেইউভি মিলবে ৮.২ লাখে।
8
কেইউভি এতদিন শুধুমাত্র পেট্রল বা ডিজেলে চলত। এই প্রথম বিদ্যুৎচালিত কেইউভি বাজারে আনল মাহিন্দ্রা।
9
মাহিন্দ্রা বাজারে আনল ভারতের সবথেকে কম দামি কেইউভি ইলেকট্রিক গাড়ি।