স্বল্পবসনে রণবীর কপূরের সঙ্গে ধূমপানের ছবি ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে মাহিরা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদিও, সোশ্যাল মিডিয়ায় এই ছবি ঝড় তুলেছে।
তখনই তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক মিডিয়ার নজর কাড়ে।
এ বছর মার্চে দুবাইয়ে গ্লোবাল টিচার প্রাইজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রণবীর-মাহিরার সাক্ষাৎ।
প্রসঙ্গত, মাহিরার একটি ছেলে রয়েছে। নাম আজলান।
মাহিরার পিঠের এই দাগকে অনেকে বলছেন লাভ বাইট।
তবে, মাহিরার সমর্থনেও এগিয়ে এসেছেন অনেকে। তাঁদের মতে, অভিনেত্রী প্রাপ্তবয়স্ক। তিনি যেটা ঠিক মনে করেন, করতেই পারেন।
অনেকে প্রশ্ন তুলেছেন, কী করে একজন মুসলিম মহিলা অর্ধ-নগ্ন পোশাক পরে থাকতে পারেন? আবার অনেকের প্রশ্ন, কী করে এক সন্তানের মা এমন আচরণ করতে পারেন?
হোটেলের বাইরে তোলা হয় তাঁদের এই ছবি।
মাহিরা খান ওই দিনগুলো দুবাই ছিলেন। যে হোটেলে তিনি ছিলেন, সেখানে হাজির হন রণবীর।
জুলাই মাসে সঞ্জয় দত্তের বায়োপিকের শ্যুটিংয়ে নিউ ইয়র্ক গিয়েছিলেন রণবীর। এই ছবি সে সময়কার।
রণবীর কপূর ব্যক্তিগত জীবনকে সযত্নে দূরে রাখেন লাইমলাইট থেকে। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, রণবীর নাকি পাক অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে প্রেম করছেন কিন্তু রণবীর বারবার অস্বীকার করেছেন এই খবর। এবার কিন্তু হাতে গরম প্রমাণ। রণবীর-মাহিরাকে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -