ছবিতে দেখুন: আইএনএস বিক্রমাদিত্যে প্রথম অবতরণ দেশে তৈরি এলসিএ(নেভি) যুদ্ধবিমানের
পাশাপাশি, তিনি অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি, ভারতীয় নৌসেনা, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, সিএসআইআর ও ডিজিএকিউএ-কে অভিনন্দন জানান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসফল ল্যান্ডিংয়ের পর ডিআরডিও-র সকল বিজ্ঞানী ও কর্মীদের অভিনন্দন জানান সংস্থার চেয়ারম্যান তথা প্রতিরক্ষা দফতরের সচিব জি সতীশ রেড্ডি।
এলসিএ বিমানটি তৈরি করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও।
প্রথম বিমানটি অবতরণ করান কমোডোর জয়দীপ মাওলঙ্কর। ল্যান্ডিং সেফটি অফিসার ছিলেন ক্যাপ্টেন দাহিয়া। জাহাজে টেস্ট ডিরেক্টর ছিলেন কমান্ডার বিবেক পাণ্ডে। উপকূলের পরীক্ষাকেন্দ্র থেকে টেলিমেট্রির মাধ্যমে গোটা ঘটনাটি পরিচালনা করেন গ্রুপ ক্যাপ্টেন কাবাড়বাল ও কমান্ডার অঙ্কুর জৈন।
উপকূলে বিশেষভাবে তৈরি রানওয়েতে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর প্রথমবার দেশের একমাত্র বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যের ওপর সফলভাবে অবতরণ করল সম্পূর্ণ দেশে তৈরি লাইট কমব্যাট এয়ারক্র্যাফট (এলসিএ)-র নৌ-সংস্করণ যুদ্ধবিমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -