অর্জুনের সঙ্গে ছুটি কাটানো শেষ, বান্দ্রার সালোঁয় মালাইকা অরোরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jul 2019 09:08 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
5
6
7
8
9
10
11
দেখুন তাঁর আরও ছবি।
12
আরবাজের সঙ্গে ডিভোর্সের পরেও ছেলের সঙ্গে নিয়মিত দেখা করেন তিনি।
13
মালাইকার ১৬ বছরের এক ছেলে রয়েছে। তার নাম আরহান।
14
তবে এই সম্পর্কের বিষয়টি তাঁরা দুজনেই দীর্ঘদিন গোপন করেছিলেন।
15
আরবাজ খানের সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে তাঁর। এবার অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েছেন তিনি।
16
মালাইকা অত্যন্ত ফিটনেস ফ্রিক। তাঁর দিনের বেশিরভাগ সময় কাটে জিমে, শরীরচর্চা করে।
17
মালাইকা অরোরা ও অর্জুন কপূরের প্রেম কাহিনী এখন বলিউডের বড় খবর। অল্পদিন আগে অর্জুনের জন্মদিনে তাঁর সঙ্গে নিউ ইয়র্কে ছুটি কাটিয়ে ফিরলেন মালাইকা। এবার তাঁকে দেখা গেল মুম্বইয়ের বান্দ্রার এক সালোঁয়।