ছেলে আরহানকে নিয়ে লাঞ্চে গেলেন মালাইকা, সঙ্গে গার্ল গ্যাং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2019 02:18 PM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
আরবাজকেও এক বিদেশিনী মডেলের সঙ্গে দেখা যাচ্ছে।
3
মালাইকা এখন প্রেম করছেন অর্জুন কপূরের সঙ্গে।
4
5
আরহান আরবাজ খান ও মালাইকার সন্তান। কিন্তু তাঁদের মধ্যে এখন ডিভোর্স হয়ে গিয়েছে।
6
দীর্ঘদিন বাদে ছেলের সঙ্গে দেখা গেল মালাইকাকে।
7
এছাড়া ছিলেন মালাইকার দুই বান্ধবী মাহিপ কপূর ও সীমা খান।
8
মালাইকা অরোরা এবার লাঞ্চে গেলেন ছেলে আরহানকে নিয়ে। সঙ্গে ছিলেন বোন অমৃতা অরোরা।