দেখলে চিনতেই পারবেন না, দেখুন কতটা বদলে গিয়েছেন মল্লিকা শেরাওয়াত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2018 08:00 AM (IST)
1
2
3
4
5
তিনি লিভ ইন করেন এক ফরাসি নাগরিকের সঙ্গে। বাড়ির ভাড়া না দেওয়ার কারণে বাড়ির মালিক তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।
6
কান চলচ্চিত্র উৎসবেও নিয়মিত যান তিনি।
7
এখন তিনি ফিটনেস নিয়ে ব্যস্ত, সঙ্গে সময় কাটাচ্ছেন ভাইঝির সঙ্গে।
8
কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল, বলিউডে নেই মল্লিকা।
9
কাজ করেন হলিউডি ছবিতেও।
10
ফিল্মপ্রেমীদের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে মল্লিকার নাম।
11
জিনা সির্ফ মেরে লিয়ে ছবি দিয়ে বলিউডে পা রাখেন মল্লিকা। কিন্তু তাঁকে খ্যাতির শিরোনামে পৌঁছে দেয় ইমরান হাসমির সঙ্গে মার্ডার।
12
মল্লিকা শেরাওয়াতের কথা ভাবলেই মনে পড়ে মার্ডার ছবির একের পর এক উষ্ণ দৃশ্যের কথা। কিন্তু সেই মল্লিকা আর নেই। নিজেকে চোখে পড়ার মত বদলে ফেলেছেন তিনি।