দিতে পারেননি ১৫ লাখ টাকা। স্ত্রী ও শ্বশুরবাড়ির ব্ল্যাকমেলে যুবক আত্মঘাতী
দীনেশের অভিযোগ, লতা তাঁর ওপর মানসিক নির্যাতন করতেন। পুলিশ এই মামলার তদন্ত করছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In App“মুম্বইয়ে ওর একবার গর্ভপাত হয়। সেই বাচ্চা কি আমার ছিল না”?
“তাহলে ও অন্তঃসত্ত্বা হল কী করে”
“ওর মা বলত, আমাদের মধ্যে কোনও যৌন সম্পর্ক ছিল না”
“আমার স্ত্রী লতা ও তার পরিবার আমার এই চরম সিদ্ধান্তের জন্য দায়ী। লতার মা ও ভাই ১৫ লাখ টাকার জন্য আমাকে ব্ল্যাকমেল করত, বলত, টাকা না দিলে আমাকে পণের দাবিতে অত্যাচারের মামলায় ফাঁসিয়ে দেবে”
দীনেশের বাবা মা জানাচ্ছেন, লতার পরিবার তাঁর কাছে ১৫লাখ টাকা দাবি করেন। তা নিয়ে মানসিক নির্যাতন এমন জায়গায় যায়, যে দীনেশ আত্মহত্যা করেন
লতা ও তাঁর পরিবারের লোক দীনেশকে হুমকি দেন, তাঁর বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারের মামলা করবেন তাঁরা
তিনি লতাকে বোঝানোর অনেক চেষ্টা করেন। লাভ হয়নি কিছু। লতা রোজ ঝগড়া করতেন তাঁর সঙ্গে
দীনেশের পরিবার জানাচ্ছে, তাঁর স্ত্রী লতা স্বাধীনচেতা ছিলেন। দীনেশ তাঁকে সম্মান করতেন কিন্তু কোনওভাবেই বাবা মা-র কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাননি
ছবির যুবকের নাম দীনেশ, বাড়ি যোধপুরে। নিজের মৃত্যুর জন্য স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকদের দায়ী করে আত্মহত্যা করেছেন তিনি
এই ছবিগুলি জীবনের কথা বলে। তবে বাস্তব বলে ভিন্ন কথা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -