অন্য বাঘিনীর মূত্রের সঙ্গে মেশানো হয় মার্কিন পারফিউম, গন্ধে আকৃষ্ট হয়ে শিকারীর সামনে চলে আসে মহারাষ্ট্রের মানুষখেকো অবনী
শুক্রবার রাতেও প্রথমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। কিন্তু ঘন জঙ্গল ও অন্ধকারের জেরে তা সম্ভব হয়নি। শেষমেষ গুলিতে ঘটনাস্থলেই মারা যায় সে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্য এক বাঘিনীর মূত্রের সঙ্গে মেশানো হয় মার্কিন পারফিউম। যেখানে অবনীর ঘোরাফেরা সেই জঙ্গলের কিছু অংশে ছড়িয়ে দেওয়া হয়। গন্ধে আকৃষ্ট হয়ে চলে আসে সে।
জীবনহানি এড়াতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ৩ মাস ধরে তাকে ধরার চেষ্টা করছিল বন দফতর। প্রশিক্ষিত স্নিফার ডগ, ট্র্যাপ ক্যামেরা, ড্রোন, হ্যাং গ্লাইডার, বিশেষজ্ঞ ট্র্যাকার, শার্প শ্যুটার ও ২০০-র মত বনকর্মী এই কাজে নিযুক্ত ছিলেন।
২ বছরে অবনীর হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন স্থানীয় কৃষক ও আদিবাসী। সুপ্রিম কোর্ট এই সেপ্টেম্বরে তাকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়। এরপর অনলাইনে তার জীবনভিক্ষা চেয়ে আবেদনের বন্যা বয়ে যায়।
সরকারিভাবে অবনীর নাম ছিল টি ওয়ান। থাকত মহারাষ্ট্রের ইয়াভাতমল জেলার বোরাটি জঙ্গলে। গত ৩ মাস ধরে বন দফতর ধরার চেষ্টা করছিল তাকে। শেষমেষ শার্প শ্যুটার আসগর আলি শুক্রবার রাতে অবনীকে মেরে ফেলেন।
প্রশাসনের দাবি, গত ২ বছরে ১৩ জন মানুষ মেরেছিল সে। শুক্রবার রাতে গুলি করে মারা হয়েছে অবনী নামের বাঘিনীটিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -