সন্দেহের বশে প্রেমিকাকে খুন করে আত্মহত্যা প্রেমিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jul 2016 04:53 PM (IST)
1
2
সুইসাইড নোটে মহেন্দ্র অভিযোগ করে, প্রেমিকা ধোঁকা দিয়েছে তাকে।
3
4
দরজা ভেঙে তাঁরা দেখতে পান ভয়াবহ দৃশ্য।
5
ধাক্কাধাক্কিতে কেউ দরজা না খোলায় পুলিশ ডাকেন হোটেল ম্যানেজার।
6
তারপর নিজে গলায় দড়ি দেয়।
7
সে এলে ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে সে।
8
প্রেমিকাকে যোধপুরের একটি হোটেলে ডেকে পাঠায় মহেন্দ্র।
9
যোধপুরে ঘটেছে এই ঘটনা।
10
ছেলেটি ভীষণ ভালবাসত মেয়েটিকে। চেয়েছিল, তার সঙ্গে গোটা জীবনটা কাটাতে। তা সম্ভব নয় দেখে হিংস্র হয়ে ওঠে সে।