প্যারস্যুটে উড়ে এসে প্রেমের প্রস্তাব ধাক্কা গেল গাছে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2016 01:37 PM (IST)
1
2
বেটার লাক নেক্সট্ টাইম...
3
কিন্তু তাঁর এত প্রচেষ্টা সবই বিফলে যায়। এতকিছু করার পরও তাঁর প্রস্তাব ফিরিয়ে দেয় মেয়েটি।
4
শেষ পর্যন্ত দমকলকর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন। সুস্থই রয়েছেন ওই ব্যক্তি।
5
কিন্তু গোড়াতেই সব পরিকল্পনা হোঁচট খেল ওই প্রেমিকের। যা চেয়েছিলেন, তা তো হলই না, উপরন্তু ভুল ডিরেকশনে যাওয়ায় গাছের সঙ্গে প্যারাস্যুট আটকে গিয়ে সে এক বিচ্ছিরি অবস্থা। গাছের ডাল-পালার সঙ্গে আটকে যায় প্যারাস্যুটটি।
6
সমস্ত ছবি সৌজন্যে সিসিটিভি নিউজ/ফেসবুক।
7
ইচ্ছে ছিল, এক অভিনব উপায়ে ভালোবাসার প্রস্তাব দেবেন পছন্দের মেয়েটিকে। সেইমত নতুন ধরনের এক ভাবনা মাথায় এসেছিল হুবেই প্রদেশের ইচাং সিটির এক ব্যক্তির। প্যারাস্যুটে উড়ে এসে প্রেমিকাকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার প্ল্যান করেছিলেন তিনি।