ক্যান্সারজয়ী মনীষা কৈরালাকে জন্মদিনের কেক খাওয়ালেন ‘দিল সে’-র সেই ‘আজনবি’
১৬ অগাস্ট ছিল মনিষা কৈরালার জন্মদিন। সম্প্রতি হিরানির ‘সঞ্জু’ এবং ‘দ্য লাস্ট স্টোরিজ’-এ দেখা গিয়েছে মনীষাকে। ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্যে মনীষা গতকাল এক পাঁচতারা হোটেলে রেখেছিলেন বার্থ ডে পার্টি। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজন্মদিনের পার্টিতে এসেছিলেন সঞ্জয় লীলা বনশালি, ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
ছিলেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা, যিনি মনীষার ঘনিষ্ঠ বন্ধুও। ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
এসেছিলেন বিধু বিনোদ চোপড়া
কিংবদন্তী অভিনেত্রী রেখাও উপস্থিত ছিলেন এই বার্থ ডে পার্টিতে
পার্টিতে এসেছিলেন বলিউড বাদশা এবং মনীষার ‘দিল সে’ ছবির সহ অভিনেতা শাহরুখ খান। দুই প্রতিভাবান অভিনেতাকে বহুদিন পর দেখা গেল এক ফ্রেমে। মনীষাকে বার্থ ডে কেক খাইয়ে দিলেন ‘দিল সে’ ছবির সেই ‘আজনবি’ শাহরুখ।ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
পার্টিতে এসেছিলেন বলিউড বাদশা এবং মনীষার ‘দিল সে’ ছবির সহ অভিনেতা শাহরুখ খান। দুই প্রতিভাবান অভিনেতাকে বহুদিন পর দেখা গেল এক ফ্রেমে। মনীষাকে বার্থ ডে কেক খাইয়ে দিলেন ‘দিল সে’ ছবির সেই ‘আজনবি’ শাহরুখ।ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -