বিমানবন্দরে গ্ল্যামারাস মানুষী চিল্লার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2018 04:08 PM (IST)
1
মানুষী আরও বলেছেন, তাঁর জীবনে সবকিছুই আচমকা ঘটে গিয়েছে। সিনেমা করার এখনও কোনও পরিকল্পনা নেই। এখন ভবিষ্যতে কী হয়, তা দেখা যাবে। ছবি-মানব মঙ্গলানি
2
বলিউডে অভিষেক নিয়ে মানুষী বলেছিলেন, তাঁর কোনও প্রোডাকশন হাউস নেই। তাই কবে সিনেমায় অভিনয় করবেন তা বলতে পারছেন না।
3
কিছুদিন আগে মানুষী বলেছিলেন, বলিউডে কাজের সুযোগ পেলে তিনি অ্যাকশন ফিল্ম করতে চান।
4
মানুষীর বলিউডে অভিষেক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে।
5
হাসিমুখে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন তিনি।
6
মানুষীর লুক সর্বদাই তাঁর অনুরাগীদের মুগ্ধ করে। কিন্তু বিমানবন্দরে তাক লাগানো গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে।
7
গতকাল মুম্বই বিমানবন্দরে দেখা গেল মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারকে।