দেখুন মারুতি-র তৈরি সবথেকে বড় এসইউভি, চোখ সরাতে পারবেন না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2020 02:36 PM (IST)
1
ফিচুরু-ই মডেলটি মারুতির ডিজাইন করা সবথেকে বড় এসইউভি গাড়ি।
2
খুব শীঘ্রই ভারতে এই গাড়ি লঞ্চ হবে এবং উৎসাহী ক্রেতারা এই গাড়ি তাদের সংগ্রহে রাখতে পারবে।
3
মারুতির দাবি, এই এসইউভি ফিচুরু-ই মূলত এমজি জেডএস-র প্রতিযোগী হয়েই বাজারে আসবে।
4
এই গাড়ির আরও একটি বিশেষত্ব হল, এর মধ্যে টাচ স্ক্রিনের সুবিধা রয়েছে। চলতি বছরের শেষেই এই গাড়ি ভারতের বাজারে লঞ্চ হবে।
5
তুলনায় বড় চাকা এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে এলইডি লাইট এই গাড়ির অন্যতম আকর্ষণ।
6
ইলেকট্রিক এসইউভি ফিচুরু-ই নিয়ে এল মারুতি। অটো এক্সপো-তে এই গাড়ির লুক জনসমক্ষে নিয়ে এসেছে ভারতীয় এই গাড়ি প্রস্তুতকারক সংস্থা।