দেখুন মারুতি-র তৈরি সবথেকে বড় এসইউভি, চোখ সরাতে পারবেন না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2020 02:36 PM (IST)
1
ফিচুরু-ই মডেলটি মারুতির ডিজাইন করা সবথেকে বড় এসইউভি গাড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
খুব শীঘ্রই ভারতে এই গাড়ি লঞ্চ হবে এবং উৎসাহী ক্রেতারা এই গাড়ি তাদের সংগ্রহে রাখতে পারবে।
3
মারুতির দাবি, এই এসইউভি ফিচুরু-ই মূলত এমজি জেডএস-র প্রতিযোগী হয়েই বাজারে আসবে।
4
এই গাড়ির আরও একটি বিশেষত্ব হল, এর মধ্যে টাচ স্ক্রিনের সুবিধা রয়েছে। চলতি বছরের শেষেই এই গাড়ি ভারতের বাজারে লঞ্চ হবে।
5
তুলনায় বড় চাকা এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে এলইডি লাইট এই গাড়ির অন্যতম আকর্ষণ।
6
ইলেকট্রিক এসইউভি ফিচুরু-ই নিয়ে এল মারুতি। অটো এক্সপো-তে এই গাড়ির লুক জনসমক্ষে নিয়ে এসেছে ভারতীয় এই গাড়ি প্রস্তুতকারক সংস্থা।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -