দেখুন, পাকিস্তানের প্রথম রূপান্তরকামী সংবাদ পাঠিকা মারভিকা মালিক
২০১৭ সালে পাকিস্তানের জনগণনায় প্রথমবার রূপান্তরকামীদের ধরা হয়। দেখা যায়, ২০ কোটি নাগরিকের মধ্যে অন্তত ১০ হাজার রূপান্তরকামী। এ মাসের গোড়ায় পাকিস্তানের পার্লামেন্টে রূপান্তরকামীদের অধিকারের বিষয়ে একটি বিল পেশ করা হয়েছে
মারভিকা আরও জানিয়েছেন, তিনি ছোটবেলাতেই বুঝতে পারেন, অন্যদের চেয়ে আলাদা। ১৫ বছর বয়সেই বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন তিনি। নিজের চেষ্টায় পড়াশোনা করে সাফল্য পেয়েছেন
লাহৌরের একটি চ্যানেলের হয়ে কাজ করছেন মারভিকা
পাকিস্তানের পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হয়েছেন মারভিকা। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি দেশকে দেখিয়ে দিতে চাই, আমরাও মানুষ। আমরাও সমাজে আলাদা জায়গা করে নিতে পারি।’
মারভিকা আশা করছেন, তাঁর মতোই পাকিস্তানের সব রূপান্তরকামীই প্রাপ্য সম্মান ও অধিকার পাবেন
২১ বছরের মারভিকা রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন
পাকিস্তানের প্রথম রূপান্তরকামী মহিলা সংবাদ পাঠিকা হওয়ার নজির গড়লেন মারভিকা মালিক