বারমুডায় বিশাল আকৃতির চিংড়ির সন্ধান পেলেন এক মৎসজীবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Oct 2016 04:51 PM (IST)
1
গতবছর কানাডায় এরকমই একটি বৃহদাকার নীল চিংড়ির সন্ধান পাওয়া গিয়েছিল।
2
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বে সবথেকে বড় যে চিংড়ি পাওয়া গিয়েছে, তার ওজন ২০ কেজি।
3
ট্রিসটান লোয়েসচার নামে এক ব্যক্তি ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
4
বারমুডার সমুদ্রসৈকতে দৈতাকৃতি এই চিংড়ির সন্ধান পেয়েছেন এক মৎসজীবী। হ্যারিকেন ঝড়ের পরই ভেসে আসে বিশাল আয়তনের এই চিংড়ি।