দেখুন, দিল্লির স্কুল ক্রিকেটে ৭৭ বলে ২৭৯ রান করল ময়ঙ্ক রাওয়াত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2016 02:27 PM (IST)
1
এই ইনিংসে ৩৪টি ছক্কা এবং ১৪টি বাউন্ডারি মেরেছে ময়ঙ্ক
2
২৬-তম রাধাকিষণ সঞ্জয় আন্তঃস্কুল টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচে ময়ঙ্ক রাওয়াত মাত্র ৭৭ বলে ২৭৯ রান করেছে
3
কিন্তু এরই মধ্যে দিল্লির এক খুদে ক্রিকেটার এমন এক নজির গড়ে ফেলেছে যা দেখে সবাই চমকে উঠেছেন
4
এই টুর্নামেন্টেই ২৫০ রান করে নজর কেড়েছিলেন গৌতম গম্ভীর। ময়ঙ্ক পরবর্তীকালে তাঁর মতো সাফল্য পাবে কি না সেটা সময়ই বলে দেবে
5
এই বিশাল রান তাড়া করতে নেমে বিপক্ষ দল বিদ্যা ভবন ১৪২ রানে অলআউট হয়ে গিয়েছে
6
ময়ঙ্কের এই ঝোড়ো ইনিংসের সৌজন্যে তার দল বাল ভবন ইন্টারন্যাশনাল স্কুল ২০ ওভারে ৩৫০ রান তোলে
7
এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীরা ভারত-নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে আছেন