বলিউড তারকাদের সুদক্ষ মহিলা ম্যানেজার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2016 12:05 AM (IST)
1
পরিণীতি চোপড়ার ম্যানেজার তেজল শেঠ্ঠি। পরিণীতির সর্বক্ষণের সঙ্গী তিনি।
2
রণবীর সিংহের ম্যানেজার সুসান রড্রিগুয়েজ। সুসানের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, তিনি নৃতত্ত্ববিদ হবেন। কিন্তু সেই জায়গায় সামলাতে হচ্ছে ম্যানেজমেন্টের ভার।
3
অনুষ্কা শর্মার ম্যানেজার রীতিকা নাগপল। একটি বলিউড শো-এর প্রযোজর ও পরিচালক ছিলেন তিনি।
4
প্রিয়ঙ্কা চোপড়ার ম্যানেজার মৃণাল চাবলানি। ১০ বছর ধরে প্রিয়ঙ্কার সমস্ত ম্যানেজমেন্টের দায়িত্ব তিনিই সামলাচ্ছেন।
5
ছবিতে দেখুন দক্ষতার সঙ্গে বলিউড তারকাদের ম্যানেজারের পদ সামলান এইসমস্ত মহিলারা।
6
অর্জুন কপূরের ম্যানেজার রুনালি ভাগত।
7
হৃত্বিক রোশনের ম্যানেজার অঞ্জলি অথা
8
হৃত্বিক রোশনের ম্যানেজার অঞ্জলি অথা