দেখুন আন্তর্জাতিক পরিচিতি পাওয়া এই ভারতীয় মডেল কন্যাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Oct 2018 10:05 AM (IST)
1
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
এছাড়া তাঁর পছন্দ রান্না ও যোগাভ্যাস করা।
3
ফাঁকা সময়ে বই পড়তে ভালবাসেন স্যাফ্রন।
4
তিনি বড় হয়েছেন কেনিয়ার নাইরোবিতে, ছোট বোন ও বাবা মায়ের সঙ্গে।
5
তাঁর বাবা গুজরাতি, মা ইংরেজ।
6
বিশ্বের সব বড় এজেন্সির সঙ্গে কাজ করেছেন স্যাফ্রন, এবার কাজ করতে চান ভারতীয় ইন্ডাস্ট্রির জন্য।
7
সে বছর প্যারিস ফ্যাশন সপ্তাহে প্রথম দেখা যায় তাঁকে।
8
২০১৭-য় মডেলিং কেরিয়ার শুরু করেন তিনি।
9
ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির হয়ে মডেলিং করেন স্যাফ্রন কিন্তু গোটা দুনিয়াই তাঁর কর্মক্ষেত্র।
10
এঁর নাম স্যাফ্রন আবিগেল ভাদের।
11
বিদেশি মডেল-অভিনেত্রীদের ছবি নিয়মিত দেখানো হয় আপনাদের। কিন্তু আজ দেখাব এমন এক মডেলকে, আন্তর্জাতিক দুনিয়ায় পরিচিত মুখ হলেও যিনি বিদেশি নন, আমার-আপনার মতই ভারতীয়।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -