আসন্ন রিও অলিম্পিকের কনিষ্ঠতম প্রতিযোগী নেপালের গৌরিকা সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Aug 2016 10:56 PM (IST)
1
অলিম্পিকে পারফর্ম করা নিয়ে ভীষণই উচ্ছ্বসিত গৌরিকা।
2
কিন্তু মাত্র ১৩ বছরেই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হয়েছে গৌরিকাকে।
3
মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে ১৩ বছরের মেয়েটি।
4
গৌরিকার বয়স মাত্র ১৩।
5
রিও অলিম্পিকের এ বছরের সর্বকনিষ্ঠ প্রতিযোগী নেপালের গৌরিকা সিংহ।
6
দেশে গিয়ে ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে তারা।
7
২০১৫-এ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নেপালে আসে সে।সঙ্গে ছিল তার মা গরিমা এবং ভাই সৌরেন।
8
নেপালে জন্মগ্রহণ করলেও জন্মানোর বছর দুয়েক পড়েই লন্ডনে নিয়ে যাওয়া হয় তাকে।
9
নেপালের বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়তে হয়েছিল তাকেও।