দেখুন, দক্ষিণ সুদানের কৃষ্ণাঙ্গ সুন্দরী নিয়াকিম গ্যাটবেচ
নিয়াকিমের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগায়ের রংয়ের পাশাপাশি তাঁর মানসিকতার জন্যও বিখ্যাত হয়ে গিয়েছেন নিয়াকিম
নিজের গায়ের রঙকে জাদু বলেও দাবি করেছেন নিয়াকিম
নিয়াকিমের দাবি, তাঁর গায়ের রঙ সূর্যের আলো শুষে নেয় এবং চুল মাধ্যাকর্ষণকে প্রতিহত করে
যখন কারও শারীরিক গঠন নিয়ে আলোচনা হয়, তখন নিয়াকিম নিজের গায়ের রঙ নিয়ে আরও বেশি গর্ব অনুভব করেন
নিয়াকিমের আত্মবিশ্বাস যে কোনও মানুষের কাছেই আদর্শ হতে পারে
নিয়াকিম বলেছেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেন, তাঁর গায়ের রঙ এত কালো কেন? তিনি জবাব দেন, কালো রঙই তাঁর পছন্দ
নিয়াকিমের মতে, তাঁর গায়ের রঙ ঈশ্বরের দান। তাই এই রঙ নিয়ে তিনি গর্বিত
ইনস্টাগ্রামে এই কৃষ্ণাঙ্গ সুন্দরীর ফলোয়ারের সংখ্যা ৮৯ হাজারেরও বেশি
যে মহিলারা নিজেদের গায়ের রঙ ফর্সা না হওয়া নিয়ে ‘লজ্জিত’, নিজের উদাহরণ দিয়ে তাঁদের আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করে চলেছেন নিয়াকিম
নিয়াকিম বুঝিয়ে দিয়েছেন, সৌন্দর্যের সঙ্গে গায়ের রংয়ের কোনও সম্পর্ক নেই। শুধু ফর্সা হলেই যে সুন্দরী হওয়া যায়, এই ধারণা ভুল
২৪ বছর বয়সি এই মডেল ‘কুইন অফ ডার্ক’ নামে বিখ্যাত
গায়ের রঙ মিশকালো হওয়া নিয়ে বিন্দুমাত্র হীনমন্যতা তো নেই, বরং গর্বিত নিয়াকিম
আমাদের দেশে টিভি খুললেই গায়ের রঙ ফর্সা করার জন্য বিভিন্ন ক্রিমের বিজ্ঞাপন দেখা যায়। দক্ষিণ সুদানের কৃষ্ণাঙ্গ সুন্দরী নিয়াকিম গ্যাটবেচ এই ধরনের বিজ্ঞাপনদাতাদের গালে সপাটে চড় কষিয়েছেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -