চিনে নিন দক্ষিণ কাঁপানো এই ৫ অভিনেত্রীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2018 01:08 PM (IST)
1
শ্রিয়া সরণকে দেখা গিয়েছে রজনীকান্তের সঙ্গে শিবাজি দ্য বসে। অজয় দেবগনের সঙ্গে দৃশ্যমেও কাজ করেছেন তিনি।
2
সামান্থা রুথ প্রভুর প্রতিটি ছবি সুপারহিট। ওঁর আসল নাম সামান্থা আক্কিনী। বলিউড ছবি মক্ষিতেও কাজ করেছেন।
3
সিংহমের নায়িকা কাজল আগরওয়ালও আদতে দক্ষিণী ছবির নায়িকা। তাঁরও জয়প্রিয়তা বিপুল।
4
আর এক অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। শিগগিরই মুক্তি পেয়েছে তাঁর নয়া ছবি আয়ার। দক্ষিণে দুর্দান্ত এই নায়িকার জনপ্রিয়তা।
5
বাহুবলী খ্যাত দেবসেনা ওরফে অনুষ্কা শেট্টি তো গোটা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন।
6
দক্ষিণের অভিনেত্রীদের রূপ ও অভিনয় ক্ষমতা নিয়ে নতুন কিছু বলার নেই। রেখা, হেমা মালিনী, শ্রীদেবী থেকে হালের দীপিকা পাড়ুকোন- সকলে দক্ষিণের। দেখে নিন, কোন অভিনেত্রীরা আঞ্চলিক ছবিতে অভিনয় করেই গোটা দেশের মন জিতে নিয়েছেন।