বিজেপির সমর্থনে টপলেস ছবি তুলে শোরগোল ফেলা মডেল যোগ দিলেন এনসিপিতে
প্রফুল পটেল বলেছেন, মেঘনা একজন অভিনেত্রী। দক্ষিণ ভারতীয় ছবি সহ বিভিন্ন সিনেমায় তিনি অভিনয় করেছেন। এখন তিনি এনসিপি-তে যোগ দিলেন। মেঘনার দলে যোগদান নিয়ে বিতর্ক কিছু দেখছেন না এনসিপি-র গুজরাত শাখার সভাপতি। তিনি বলেছেন, এর আগে মোদীর হয়ে প্রচার করলেও মেঘনার এনসিপি-তে যোগদান নিয়ে আপত্তির কিছুই নেই। একদল থেকে আর এক দলে যোগদান তো নতুন কিছু নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুজরাতের বিধানসভা নির্বাচনে ভদোদরা আসনে মেঘনাকে দলের প্রার্থী করতে পারে এনসিপি।
কিন্তু এবার মেঘনা কংগ্রেসের সহযোগী দল এনসিপি-তে যোগ দিলেন। এনসিপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল পটেল তাঁকে দলে স্বাগত জানিয়েছেন।
২০১৪-র লোকসভা নির্বাচনের সময় বিজেপির সমর্থনে টপলেস ফটোশ্যুট করে শোরগোল ফেলেছিলেন মডেল তথা অভিনেত্রী মেঘনা পটেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -